হাবু আর গাবু দুই ভাই গলাগলি ধরে মাঝ রাতে মদ খেতে খেতে বাড়ি ফিরলো। 
বাড়িতে ঢুকেই হাবুর প্রস্রাব চেপে বসলো। দোতলার জানালা দিয়েই রাস্তায় 
প্রস্রাব করা শুরু করলো। তখন গাবুর কথা:
গাবু: কিরে হাবু, তুই বাড়িতে চোর ঢুকাবি নাকি!  তোর পেচ্ছাব বেয়ে বেয়ে তো চোর উঠে যাবে।
হাবু: আমি কি আর তোর মতো বলদ নাকি! দেখছিস না, কেমন ছেড়ে ছেড়ে পেচ্ছাব 
করছি। চোর একটু উঠবে... আবার পরে যাবে। আবার একটু উঠবে... আবার পরে যাবে।  
 
No comments:
Post a Comment