Translate

Monday, April 6, 2015

বেহেশতের চাবি নামাজ -- গল্প কাহিনী

দয়া করে পড়বেন !!
১ম বন্ধু : কিরে
দোস্ত ! টুপি মাথায়
দিয়ে কই যাস্ ?
২য় বন্ধু : মসজিদে,
কেন ?
১ম বন্ধু : তোরে তো
কখনও
নামাজ পড়তে দেখেনি,
তা আজ হঠাৎ কি
ব্যাপার ?
২য় বন্ধু : আর বলিস
না !
রাতে ঘুমের মধ্যে
স্বপ্নে দেখলাম
যে আমি মরে গেছি,
বেহেশতের
ফেরেশতারা এসে
আমাকে বেহেশতের
দরজার সামনে রেখে
চলে গেল। দোজখের
ফেরেশতারা এসে
আমাকে নিয়ে
টানাটানি শুরু
করলো। একজন
ফেরেশতা এসে বলল, ও
কেয়ামত পর্যন্ত
এখানে দাঁড়িয়ে থাকবে।
১ম বন্ধু : কেন ?
২য় বন্ধু : আরে
ফেরেশতা বলল,
আমি নাকি বেহেশতের
চাবি নিতে ভুলে গেছি
তাই।
১ম বন্ধু : যা বেটা
বেহেশতের
চাবি লাগে নাকি ?
২য় বন্ধু : দুর বেটা তুই
তো কিছুই জানস না,
বেহেশতের চাবি হচ্ছে
নামাজ |
(আর আল্লাহ্তা 'আলা
কেয়ামতের
দিন সর্বপ্রথম
নামাজের
হিসাব নিবেন, এক
ওয়াক্ত নামাজ
কাযা করলে অনেক
বছর জাহান্নামে
থাকতে হবে | তুই ও
নামাজ পড়তে আয়)
১ম বন্ধু: ইনশাল্লাহ্,
আমিও
নামাজ পড়তে যাব , চল
|২য় বন্ধু : হ্যা চল |

No comments:

Post a Comment