একবার এক দোকানে আগুন লাগলো। এটা দেখে হাবলু চিন্তা করলো, দোকানের ভিতরে
আটকে থাকা মানুষদের উদ্ধার করতে হবে। যেই ভাবা সেই কাজ। সে সোজা আগুন
পেরিয়ে দোকানের ভিতর ঢুকে একে একে ছয়জনকে বের করে নিয়ে আসলো। কিছুক্ষন পর
পুলিশ এসে হাবলুকে ধরে নিয়ে গেলো।
তার বন্ধু থানায় গিয়ে পুলিশকে জিজ্ঞাসা করলোঃ " হাবলু তো আগুন থেকে মানুষকে উদ্ধার করেছে, সেতো কোন অপরাধ করে নি......। "
এই কথা শুনে পুলিশ ক্ষেপে গিয়ে বললোঃ
"অপরাধ করে নি মানে!!! সে যাদের দোকান থেকে বাইরে বের করে নিয়ে এসেছে তারা সবাই ফায়ার সার্ভিসের লোক"
ফলাফলটা কষ্ট করে বুঝে নিন
No comments:
Post a Comment