বিল্লুঃ কীরে তোর মুখে ব্যান্ডেজ বাধা কেন?
হাবলুঃ আর বলিস না সকাল বেলা অফিস যাওয়ার সময় প্যান্টের সামনের বোতামটা ছিড়ে গেলো!
বিল্লুঃ তারপর?
হাবলুঃ আমি গিয়ে মিসেস লরার কাছে সাহায্য চাইলাম।
বিল্লুঃ ও, আচ্ছা! উনি ভেবেছিলেন তুই কোন অসভ্য ইঙ্গিত করেছিস আর এ জন্যই তোকে জুতাপেটা করেছে।
হাবলুঃ আরে না, না, তা নয়। আমি তো ওনাকে বোঝাতে পেরেছিলাম। উনি সাহায্যও
করলেন। কিন্তু বোতাম লাগানোর পর যখন দাত দিয়ে সুতাটা কাটছিলেন, ঠিক তখনই
ওনার স্বামী এসে পড়লো......
আর তারপর...
No comments:
Post a Comment