আমরা যারা অনলাইনে টাকা ইনকাম করার চেষ্টা করছি, আশা করি তাদের জন্য পোষ্টটি খুব কাজে লাগবে । আজ আমি এমন একটা সাইট নিয়ে আলোচনা করব যা আপনাদের অতি পরিচিত আবার কেউ কেউ এটা সম্পর্কে জানেনই না । যার নাম
এডফ্লাই।
---এডফ্লাই কি?
এডফ্লাই হল বিনামুল্যের ওয়েব এড্রেস (URL) ছোট করার ব্যবস্থা।এই সাইটের মাধ্যমে সাইটের লিঙ্কগুলো ছোট করা হয়।এই লিঙ্কগুলো বিভিন্ন সাইটে শেয়ার করতে হয়। যত লোক এই লিঙ্কে প্রবেশ করবে ৫ সেকেন্ড অপেক্ষা করাবে এবং Skip Ad এ ক্লিক করবে সেই ভিত্তিতে আপনি টাকা পাবেন।
আমি আরেকটু সহজ করে দিচ্ছি, আপনি এই লিঙ্কে ক্লিক করে দেখুন http://adf.ly/1NR06t এবং স্কিব অ্যাড এ ক্লিক করলে দেখবেন যে, আপনি ঠিক এই পেজএ মানে krkawsar7 এ চলে আসবেন।
---স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে তাদের সেবা ব্যবহার করলে তারা টাকা দেবে কেন?
তাদের সেবা ব্যবহার করে নির্দিস্ট পেজে গেলে প্রতিটি পেজে তাদের বিজ্ঞাপন দেখা যাবে। তারা টাকা দেয় মুলত সেই বিজ্ঞাপন দেখার জন্য। সেই অর্থে এটা মূলত হল বিজ্ঞাপন নেটওয়ার্ক।টাকার পরিমান নির্ভর করে বিজ্ঞাপনের ধরনের ওপর। সাধারনভাবে প্রতি হাজার ভিজিটের জন্য ০.৫ ডলার থেকে ৪.৭ ডলার।তবে বাইরের দেশ অনুযায়ী টাকা কমবেশি হয়। যেমন আমেরিকার ভিজিটরের জন্য বেশি টাকা পাও্যা যায়।
এছাড়া, এফিলিয়েটেড প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রচার করেও আয় করতে পারেন। আয়ের শতকরা ২০ ভাগ হারে টাকা দেয় তারা।
---কিভাবে সাইন আপ করবেন?
সাইন আপ করার জন্য আপনাকে ১মে এই লিঙ্কে ক্লিক করুন
link:: http://adf.ly/1NQzh9
or
http://adf.ly/?id=9724565 ।ক্লিক করার পর দেখবেন হোম পেজ চলে আসবে-----
এরপর একটি পেজ আসবে এখান থেকে Join Now বাটন এ ক্লিক করুন।
এরপর দেখবেন একটি পেজ আসবে তা নিচে দেয়া হলঃ
১। একটি Form আসবে সেটি সঠিকভাবে পূরন করুন।Account Type: Link Shrinker ই থাকুক। agree সিলেক্ট করে Join বাটন এ Click করুন।
২। আপনার মেইলে একটি একটিভিশন মেইল যাবে, একটি কোড দিতে পারে কোড দিলে একটিভিশন লিঙ্ক এ গিয়ে কোডটি দিয়ে দিন এবং একটিভ করুন।
৩। এবার আপনার Account এ log in করুন।
৪। Account এ log in করার পর নিচের মত একটি পেজ দেখতে পাবেন।
এবার দেখুন আপনার এডফ্লাই পেজ এর উপরের অংশে দেখবেন যে Shrink নামে বক্স আছে এখান থেকে আপনার মূল রেফারেল লিঙ্ক টিকে সর্ট করে নিবেন এবং যাই লিঙ্ক পাবেন তা ই আপনাকে শেয়ার করতে হবে সবার সাথে।
আপনার link টি এই Box এ রেখে Shrink এ Click করুন। link টি Short হয়ে যাবে।
যে শর্ট লিঙ্ক দিবে তা আপনি বিভিন্নভাবে শেয়ার করবেন সবার সাথে। এভাবেই আপনি আপনার প্রত্যেক লিঙ্ক গুলো শর্ট করে শেয়ার করতে পারবেন।
---কেমন আয় হবে এবং কিভাবে উত্তোলন করবেন?
আয় আসলে নির্ভর করে কোন দেশ থেকে ক্লিক গুলো পড়ছে, যদি USA, EUROPE হ্য় তাহলে আয় বেশি হবে আর যদি বাংলাদেশ থেকে সব ক্লিক পরে তাহলে 10000 টি Click করলেই আপনার আয় হবে 4 ডলার। Alterpay (Payza) উত্তোলন করা যাবে 5 ডলার হলেই এছারা Payoneer and Paypal দিয়ে ও টাকা তুলতে পারবেন।
কোন কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন এবং আপনাদের সবাইকে ধন্যবাদ.........
No comments:
Post a Comment