আজও তোমায় মনে পড়ে
অনেক কল্পনায় ভেবে মরে,
আজ তুমি নেই বলে
তোমার স্মৃতি কথা বলে।
জানি আর পাব না
তোমার আদর আর ভালবাসা,
কেমন করে চলে গেলে
আমায় দূরে রেখে কোণ ঠাসা।
তুমি নেই বলে আজ
কেউ করে না আপনের কাজ,
সবাই আমাকে পর করে
তোমায় অনেক মনে পড়ে।
জানি তুমি অনেক দূরে
দেখছও কি আমায় আপন করে,
কত যন্ত্রণায় ভুগছি আমি
তুমি বেচে না থাকার কারনে।
বাবা আজও তোমায় !!!
অনেক বেশি মনে পড়ে
কেন তুমি এত দূরে।//
No comments:
Post a Comment