০৬/০৬/২০১৪ ইন তারিখের একটি কথা,
অচেনা মায়ার স্মৃতির পাতা।
দোকানে ছিলে আমার পিছনে তুমি,
কথা বলে জোরের হাসিতে তুমি,
তৃপ্তি পেল আমার প্রান টি ।
বোবা তুমি বোকা ছিলাম আমি,
দেখিনি কখনো কথা বলতে জানি।
আমার আগ্রহ বাড়ল তোমার প্রতি,
অজানা মেয়ে তুমি তা আমি জানি।
নেই তোমার কোন পরিচয় জানা,
তোমার জন্য ভালবাসা হয়তো আড়াল...//
০১-১১-২০১৪ তারিখে লেখা
No comments:
Post a Comment