Translate

Sunday, July 26, 2015

পাখির মুখোমুখি হলো -- হাসতে নেই মানা

টিনা রাস্তা দিয়ে হাটছে। পাখির দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় একটা খাঁচার তোতাপাখি তাকে দেখে বললোঃ
“ এই আপু! আপনি দেখতে খুবই কুৎসিত”
টিনা চটে গেলো কিন্তু কিছু বললো না। পরেরদিন দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় পাখিটা আবার বলে উঠলোঃ
“ এই আপু! আপনি দেখতে খুবই কুৎসিত”
টিনা দাতে দাত চেপে সেদিনই সব হজম করে নিলো। তারপরের দিন পরেরদিন দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় পাখিটা আবারও বলে উঠলোঃ
“ এই আপু! আপনি দেখতে খুবই কুৎসিত”
এইবার টিনা মহা চটে গিয়ে দোকানের ম্যানেজারকে হুমকি দিয়ে আসলো, আর এটাও বললো যে সে মাস্তান লাগিয়ে দিয়ে এই দোকানের বারোটা বাজিয়ে ছাড়বে। ম্যানেজার মাফ চেয়ে বললো যে সে এর বিরুদ্ধে ব্যাবস্থা নিবে।

তার পরের দিন টিনা যখন ঐ দোকানের পাশ দিয়ে যাচ্ছিলো তখন সেই তোতা পাখিটা বলে উঠলোঃ “এই আপু!”
টিনা থমকে দাঁড়িয়ে পাখির মুখোমুখি হলো, “কী?”
পাখিটা বললোঃ “বুঝতেই তো পারছেন!!!”

Wednesday, July 22, 2015

ফায়ার সার্ভিসের লোক -- হাসতে নেই মানা

একবার এক দোকানে আগুন লাগলো। এটা দেখে হাবলু চিন্তা করলো, দোকানের ভিতরে আটকে থাকা মানুষদের উদ্ধার করতে হবে। যেই ভাবা সেই কাজ। সে সোজা আগুন পেরিয়ে দোকানের ভিতর ঢুকে একে একে ছয়জনকে বের করে নিয়ে আসলো। কিছুক্ষন পর পুলিশ এসে হাবলুকে ধরে নিয়ে গেলো।
তার বন্ধু থানায় গিয়ে পুলিশকে জিজ্ঞাসা করলোঃ " হাবলু তো আগুন থেকে মানুষকে উদ্ধার করেছে, সেতো কোন অপরাধ করে নি......। "
এই কথা শুনে পুলিশ ক্ষেপে গিয়ে বললোঃ
"অপরাধ করে নি মানে!!! সে যাদের দোকান থেকে বাইরে বের করে নিয়ে এসেছে তারা সবাই ফায়ার সার্ভিসের লোক"
ফলাফলটা কষ্ট করে বুঝে নিন

Sunday, July 5, 2015

স্ত্রীঃ"তুমি যেটা বলবে " -- হাসতে নেই মানা

What a বাধ্যগত স্ত্রী......
স্বামীঃ "আজকে রাতে কি রান্না করবে?"
স্ত্রীঃ"তুমি যা বলবে।
স্বামীঃ"মাছ রান্না করো"
স্ত্রীঃ"কালকেই তো খেলাম"
স্বামীঃ"তাহলে সবজি রান্না করো"
স্ত্রীঃ"বাচ্চারা পছন্দ করে না"
স্বামীঃ"হুম। তাহলে মাংস রান্না করো"
স্ত্রীঃ"উফফ! আমার ভালো লাগে না"
স্বামীঃ"তাহলে পরোটা বানাও"
স্ত্রীঃ"রাতের বেলা পরোটা কে খায়?"
স্বামীঃ (রেগে গিয়ে) "তাহলে কি রান্না করবে?
স্ত্রীঃ"তুমি যেটা বলবে "

কেউ স্বামীরে বাঁচা...

Saturday, July 4, 2015

Wednesday, July 1, 2015

হাবলুঃ ঠিক তখনই ওনার স্বামী -- হাসতে নেই মানা

বিল্লুঃ কীরে তোর মুখে ব্যান্ডেজ বাধা কেন?
হাবলুঃ আর বলিস না সকাল বেলা অফিস যাওয়ার সময় প্যান্টের সামনের বোতামটা ছিড়ে গেলো!
বিল্লুঃ তারপর?
হাবলুঃ আমি গিয়ে মিসেস লরার কাছে সাহায্য চাইলাম।
বিল্লুঃ ও, আচ্ছা! উনি ভেবেছিলেন তুই কোন অসভ্য ইঙ্গিত করেছিস আর এ জন্যই তোকে জুতাপেটা করেছে।
হাবলুঃ আরে না, না, তা নয়। আমি তো ওনাকে বোঝাতে পেরেছিলাম। উনি সাহায্যও করলেন। কিন্তু বোতাম লাগানোর পর যখন দাত দিয়ে সুতাটা কাটছিলেন, ঠিক তখনই ওনার স্বামী এসে পড়লো......
আর তারপর...

একটা মেয়ে ও এক সাধু বাবা -- হাসতে নেই মানা

একটা মেয়ে এক সাধু বাবার নিকট গিয়ে তাঁকে জিজ্ঞেস করলো....

মেয়ে:- আচ্ছা বাবা, মেয়েরা যদি ৫টা ছেলের সাথে প্রেম করে তাহলে তাকে খারাপ মেয়ে বলে। আর একটা ছেলে যদি ৫টা মেয়ের সাথে প্রেম করে তাহলে তাকে খারাপ ছেলে বলেনা কেনো?

বাবা:- (অনেকক্ষণ ভেবে) আচ্ছা মা, ধর একটা তালা যদি অন্নের ৫টা চাবি দিয়া খুলে যায় তাহলে ঐ তালাকে কি বলে?

মেয়ে:- নষ্ট তালা বলবে।

বাবা:- আচ্ছা, ভালো. আর একটা মাত্র চাবি দিয়া যদি অন্যের ৫টা তালা সহজেই খুলে যায় তাহলে ঐ
চাবিকে কি বলে?

মেয়ে:- ভালো চাবি বলে।

বাবা:- তাহলে, মেয়েরা হচ্ছে একটা তালা আর ছেলেরা হচ্ছে চাবি।

___এইবার লও ঠ্যালা!!!

আবেগ এবং বিবেক এর জীবন -- নীতিকথা

""আবেগের জীবন অনেক সহজ,
কিন্তু!
বিবেকের জীবন বড়ই কঠিন।""