Translate

Sunday, April 26, 2015

ডেস্কটপ এর ফাংশন কি এর কাজ কি?

আমরা অনেকেই জানি যে ডেস্কটপ এর ফাংশন কি এর কাজ কি?

কীবোর্ডের F1 থেকে F12 পর্যন্ত কী গুলোর কাজ ঃ
আমরা জানি, F1 থেকে F12 পর্যন্ত যে ১২ টি কি আছে সেগুলোকে ফাংশন কি বলা হয় । 
এখন আসুন জেনে নেই  এই কী গুলোর কাজ কি।

F1 : সহায়তাকারী কি হিসেবে ব্যবহূত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘হেল্প’ চলে আসে।

F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম বদলের (রিনেম) জন্য ব্যবহূত হয়। Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা হয়। Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখা যায়।

F3: এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। Shift+F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়।

F4 : ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায় এ কি চেপে। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।

F5 : মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয় F5 চেপে। পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়।

F6 : এটা দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।

F7 : ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে। ফায়ারফক্সের Caret browsing চালু করা যায়। Shift+F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা হয়।

F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালাতে এটি চাপতে হয়।

F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে।

F10 : ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।

F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায় ।

F12 : ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কি চেপে। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা হয়।

এ ছাড়া আর ও অনেক কাজ আছে এই ফাংশন কি গুলোর তা আমরা জানব।
আশা করি এই তথ্য গুলো আপনাদের অনেক কাজে আসবে এবং কাজ করতে সুবিধা হবে...।

ভালোবাসা -- নীতিকথা

 "ভালোবাসা কখনো আবেগ
     দ্বারা সৃষ্টি হয় না;
সত্তিকারের ভালোবাসা কখনো
    বিবেক ছাড়া টিকে না !!!।"

নিজ কর্ম -- নীতিকথা

     "মানুষ কষ্ট পায়,
         তার নিজ কর্মের জন্য;
           একটু মাথা খাটিয়ে চিন্তা করলেই হবে।"

Saturday, April 25, 2015

ভবিষ্যতে কে কি হতে -- হাসতে নেই মানা

শিক্ষক ছাত্র-ছাত্রীদের বলছেন
ভবিষ্যতে কে কি হতে চায়:-
রানা; আমি পাইলট হতে চাই।
.
সুমিত; আমি ডাক্তার হতে চাই।
.
দীপা; আমি একজন
ভালো মা হতে চাই।
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
সুমন; আমি দীপাকে সাহায্য
করতে চাই।

ওয়াদা কর যে -- হাসতে নেই মানা

শিক্ষকঃ তোমরা ওয়াদা কর যে, কখনোও সিগারেট পান
করবে না।
ছাত্ররাঃ ওকে স্যার পান করবো না।
শিক্ষকঃ মেয়েদের পিছে পিছে ঘুরবেনা।
ছাত্ররাঃ ওকে স্যার ঘুরবো না।
শিক্ষকঃ ওদের কখনোও ডিস্টার্ব করবে না।
ছাত্ররাঃ ওকে স্যার, ডিস্টার্ব করবো না।
শিক্ষকঃ দেশের জন্য জীবন কোরবান করবে।
ছাত্ররাঃ অবশ্যই স্যার, এই রকম জীবন দিয়ে আর করবইবা কি।

বিচারক বেহুশ -- হাসতে নেই মানা

এক মেয়েকে চুমু দেয়ার
অপরাধে আদালতের কাটগড়ায়
দাড়িয়ে.......
বিচারকঃ বল্টু,
তুমি মেয়েটিকে
চুমু দিয়েছিলে কেন?
বল্টুঃ স্যার বিশ্বাস
করুন,
আমি ইচ্ছা করে চুমু দেয়নি। ঐ
মেয়েটিই তো চুমু
দিতে বলেছে।
বিচারকঃ চুপ কর বিয়াদপ...!
বল্টুঃ স্যার, আগে শুনবেন তো... ঐ
মেয়েটির গায়ের জামার
সামনেই
লেখা আছে"kiss me"
আমার কি দোষ?
বিচারকঃ তোমার কি আর কিছু
বলার আছে?
বল্টুঃ স্যার, আমার ভাগ্য ভাল
যে আমি মেয়েটির
সামনে ছিলাম,
পিছনে কি লিখা ছিল জানেন
স্যার?
. .
.
.
.
.
. .
.
.
"use me"
—বিচারক বেহুশ—

Sunday, April 19, 2015

৩৫টি ঘোড়া -- হাসতে নেই মানা???

১টি খামারে ৩৫টি ঘোড়া আছে।
এদের
মধ্যে ১৫টি ঘোড়া ঘুমিয়ে পড়ল।
তাহলে কয়টি ঘোড়া দাড়িয়ে থাকল?
১.২০টি।
২.১০টি।
৩.১৫টি।
৪.৩৫টি।
জিনিয়াসরা উওর দেন।
.

.

.

.

.

.


উত্তর ঃ ৩৫ টি

দাঁতের ডাক্তার -- হাসতে নেই মানা

এক লোক দাঁতের ডাক্তার এর
কাছে গিয়েছে।
......
ডাক্তারঃ কি সমস্যা?
লোকঃ আমার দাঁত
পোকা খেয়েছে।
ডাক্তারঃ দেখি!হু.. দাঁত
ফেলতে হবে।
ডাক্তার রোগীকে অজ্ঞান
করে তার
কাজ শুরু
করল।.........
হুস আসার পর লোক দেখল তার ওই
পোকা দাঁত
ছাড়া তার মুখে আর কোন দাত
নেই।
লোক চিত্কার করে.......ডাক্তার
এইডা কি করলি।
ডাক্তারঃ
.
.
.
.
.
.
.
.
আরে,ওইটা তে পোকা ধরেছে ধরুক।
অন্য গুলোতে যাতে না ধরে তাই
অন্য
সব গুলোই
ফেলে দিয়েছি।এখন
জলদি টাকাটা বের করুন।

আগুনের জন্য -- হাসতে নেই মানা

এক ফাজিল এক
হুজুরকে বলল-
আচ্ছা হুজুর
জান্নাতে নাকি সব
কিছু
পাওয়া যায়,
সেখানে কি Gold-leaf
সিগারেট
পাওয়া যাবে?? . .
হুজুর জবাব
দিলেন . . . . . . . . . .
"
"
"
"
"
"
"
পাওয়া যাবে কিন্তু
আগুনের জন্য
একটু
জাহান্নামে যেতে হবে!!

ডিম ও দুধ -- হাসতে নেই মানা??

মুরগি ডিম দেয়.গরু দুধ দেয়,এমন
কে আছে ডিম ও দুধ উভয়ই দেয়....
জিনিয়ারা পারলে উওর দাও।

.
.

.
.

.
.

.
.

.
.
.
.
.
.
.
উত্তরঃ দোকানদার।

কেইসটা খতম কইরা দেও -- হাসতে নেই মানা

এক পুলিশের ছেলে পরীক্ষায় সব
বিষয়ে আন্ডা পাইছে ।
পুলিশ : হারামজাদা, অল
সাবজেক্টে আন্ডা পাইছোস !! ... এখন
তুই-ই বল,
তোরে কি শাস্তি দিমু ?
.
.
.
ছেলে : এই লও ৫০ টেকা .......
কেইসটা খতম
কইরা দেও ।

Friday, April 17, 2015

How To Earn Money From ADFly???


#Safe Advertising
All advertising is strictly family-safe with no popups. Anti-virus and malware servers are scanning the adverts 24/7.

#Advertisers

Pay for real visitors on your website, our comprehensive fraud filters ensures high quality traffic. Campaigns start at only $5.

#Low Minimum Payout

You are required to earn only $5 before you will be paid. We can pay all users via their PayPal or Payoneer.

#Statistics

Detailed statistics are provided per link. Allowing you at a glance see the amount you've earned, referring URLs and countries.

#API

Easy-to-use API that allows your website, widget or app to create an AdF.ly link instantly and securely.

#Website Scripts

We offer a selection of simple to install scripts, now you can easily get paid for every visitor who comes to your website.

What is AdF.ly?

So the first question that comes to your mind is “What is AdF.ly?” so let's start discussing about Adf.ly.
Adf.ly is website that pays you money every time someone clicks on your shortened Adf.ly links.
Still Confused? Let me Explain.
Adf.ly is an URL shortening service similar to Bit.ly.
  1. You input a link on AdF.ly. For example “google.com”
  2. AdF.ly shortens it and gives you a links “https://adf.ly/PNDe3
  3. You share the shortened link anywhere on the web.
  4. Someone clicks on your link i.e. on “https://adf.ly/PNDe3
There is twist now. Before redirecting to “google.com” adf.ly will show an ad to your visitor. He had to see the advertisement for at least 5 seconds and then he can continue to your link i.e. “google.com”. 

How AdF.ly works?

However I have provided you an overview of the working of AdF.ly, there are some questions left why adf.ly pays you and how adf.ly itself make money. To make it more clear let us take an example. Think of an advertiser who wants to sell his product or promotes his online business. So he want more visitors to see his business or buy his product: AdF.ly is the solution for the advertiser. Let's check out the complete working of AdF.ly:
  1. Advertiser pays money to Adfly to show his website to visitors of any specific country or the whole world. Let’s say advertiser paid $2 for 1000 visits.
  2. Adfly takes a cut. Let’s say Adfly takes $0.4.
  3. Adfly shows the advertisement (of advertiser;s business or product) for 5 seconds when a visitor clicks on publisher’s links. Publisher gets rest of $1.6 for 1000 visits on his link.
Now you have the complete idea of the working of AdF.ly. Let’s turn to the question “Is AdF.ly a scam?”

Adf.ly: Legit or Scam?

Adf.ly is not a scam; there are several points that prove it.
  1. It was started on 2009. It is five years now as of 2014. Only legit sites can live for so much of time.
  2. According to Alexa, Adfly is among the top 100 websites of the world. Can you ever think of a scam site in the top 100 websites of the world?
  3. It has more than 2 million users registered which prove that adf.ly a famous and legit site.
  4. There are thousands of payment proofs of Adfly on the web.
  5. They always pay on time.
  6. And the payment proof of below proves Adf.y to be legit

Pros and Cons of using AdF.ly

Pros

  • Fast and Easy Sign Up process
  • Simple User Interface
  • Easy to use and make money
  • Minimum Payout is only $5
  • Daily Payments are also available
  • Many tools are available
  • You can also make money referring others

Cons

  • Annoys visitors who click your link
  • Payout rates are quite low for some countries
  • Visitors that visit adf.ly links must have Java Script and Flash Enabled to get publisher (shortener) credited for visits

Payment Methods

Minimum payout is only $5; this means as soon as you will make $5 you can withdraw it.
Payment Methods are:
  • Paypal
  • Payoneer (Bank Transfer)
  • Payoneer (Prepaid Card)
  • Payza
Adf.ly also provides daily payments as soon you will meet the following requirements:
  • Withdrawal Account Set
  • Paid once in monthly payment
  • Account longer than one month
  • Account details not changed in last 72 hours
  • Cashout limit reached: $5

How much will you earn from AdFly?

Adfly Review
Adfly Review: Get Paid to Shrink Your URLs
Now the most important question is how much money can you make from Adfly? At an average Adf.ly pays you $2/1000 visits to your links. But as I said it is an average. From USA you can make as much as $9/1000 visits wile from Asian countries you may make less than a dollar for 1000 visits.
Is it low?
It might be low compared to those get rich quick scams that claims that you can make more than $1000 a day sitting at sofa. Earning real money needs patience and hard work.
I have seen people making more than $50 a day using AdFly. The only secrets are persistent and continuous effort.
Now, I will be explaining "How can you make money from Adf.ly" but before that I recommend you to sign up at Adfly so that you can start seeing few cents in your account within few minutes. Don’t worry! It’s FREE to Sign Up and just takes a few seconds. Let’s see quickly how to join AdF.ly?


How to Join Adf.ly?

Adf.ly Homepage
Adf.ly Homepage
It is quite easy then also I am writing the steps so that even a novice can also join Adf.ly and start making money posting links on the web.
  1. Go to AdF.ly
  2. Click on "Join Now"
  3. Enter you Name, Username and Email
  4. Account type is already by default is “Links Shrinker” so there is nothing to do
  5. Enter Password and complete the Human Check
  6. Agree with terms and conditions (better you read them)
  7. Click on ‘Join’
  8. You will receive an email from Adf.ly to the Email Address you gave while signing up
  9. Follow the instructions given in the email to confirm your Sign Up
The whole process will not take more than 2 minutes.

How to Make Money from Adf.ly?

Best thing I like about Adfly is that even a person that do not know much about computers, internet and other tech stuffs can also make money from it. There is no specific strategy to make money from Adfly. I am going to give you some of the ideas to make money from it but it doesn’t mean that these are the only ways to make money. Be creative to make your own ways to share your links so that it reaches to the huge number of people and they click on it.
In a nutshell, a person is only going to click your links if you have something interesting or valuable to share through your links. Here are some of the places you can share your links. But before you share your links; be sure you have something people want to check out. Let’s start:

Visit The Website.....
My Referral Program
 Link : http://adf.ly/?id=9724565


হীরের আংটি দিব -- হাসতে নেই মানা

ছেলেঃ আমি তোমাকে অনেক ভালবাসি.....I Love
U...
মেয়েঃ হা হা হা হা হা হা হা হা
ছেলেঃ তুমি আমার সব ।
মেয়েঃ হা হা হা হা হা হা হা হা
ছেলেঃ আমি তোমাকে ছাড়া বাঁচবো না ।
... ... মেয়েঃ হা হা হা হা হা হা হা হা
ছেলেঃ আমি তোমাকে হীরের আংটি দিব ।
মেয়েঃ woww.....সত্যি.....!!!!

এক নম্বরে আছেন এই সংগীতশিল্পী


লেকচার কে দিবে? -- হাসতে নেই মানা

পুলিশ এক মাতাল কে ধরেছে।
পুলিশঃ কোথায় যাচ্ছিস?
মাতালঃ মদ খাওয়া যে ক্ষতিকর
সে বিষয়ে লেকচার
শুনতে যাচ্ছি।
পুলিশঃ তা লেকচার কে দিবে?
.
.
.
.
.
.
.
.
.
মাতালঃ আমার বউ।

হাবু আর গাবু দুই ভাই -- হাসতে নেই মানা

হাবু আর গাবু দুই ভাই গলাগলি ধরে মাঝ রাতে মদ খেতে খেতে বাড়ি ফিরলো।
বাড়িতে ঢুকেই হাবুর প্রস্রাব চেপে বসলো। দোতলার জানালা দিয়েই রাস্তায় প্রস্রাব করা শুরু করলো। তখন গাবুর কথা:

গাবু: কিরে হাবু, তুই বাড়িতে চোর ঢুকাবি নাকি! তোর পেচ্ছাব বেয়ে বেয়ে তো চোর উঠে যাবে।

হাবু: আমি কি আর তোর মতো বলদ নাকি! দেখছিস না, কেমন ছেড়ে ছেড়ে পেচ্ছাব করছি। চোর একটু উঠবে... আবার পরে যাবে। আবার একটু উঠবে... আবার পরে যাবে।

৯ বছরের ২টা হলেও -- হাসতে নেই মানা

বাবা ও ছেলের মধো কথোপকথন

ছেলে :
বাবা আমি বিয়ে করবো ১৮
বছরের একটি মেয়ে দেখ।

বাবা :
যদি ১৮ বছরের
মেয়ে না পাই ???
ছেলে:তাহলে.
:
:
:
:
:
:
:
:
৯ বছরের ২টা হলেও
চলবে।
বাবা :
হারামজাদা কি বললি......!?!

Thursday, April 16, 2015

বাংলাদেশ vs পাকিস্তান ১ম ওয়ানডে ১৭-০৪-১৫ ই

» ক্রিকেট সিরিজ«
বাংলাদেশ vs পাকিস্তান
»১ম ওয়ানডে
»সময়:আগামীকাল ০২:৩০ টা।
»ভেন্যু:মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম...

বিবেকের জিবন -- নীতিকথা

"""প্রত্যেক মানুষই জিবনের মানে খুজে বেড়ায়,
     আমার জিবনের মানে কি??????""

প্রকৃত মানুষ -- নীতিকথা

""যার বিবেক আছে,
    সেই প্রকৃত মানুষ।
     আবেগ দ্বারা মানুষ টিকতে পারে না।""

টাকার দাস -- নীতিকথা

 ""টাকার দাস মানুষ,
    বাস্তবতা এটাই মানে। ""

মানুষের বিবেক -- নীতিকথা

  ""মানুষের বিবেকটাই
                 মানুষের জিবনের
                              শেষ উপসংহার। ""

ভালোবাসা কষ্ট দেয় না -- নীতিকথা

        "" ভালোবাসা মানুষকে
            কষ্ট দেয় না ,
            ভালোবাসা মানুষকে
            বাচিয়ে রাখে।""

কষ্ট পায় -- নীতিকথা

                    " "  মানুষ কষ্ট পায়,
              
                     তার নিজ কর্মের জন্য।

           একটু মাথা খাটিয়ে চিন্তা করলেই হবে।" "

ভবিষ্যৎ -- নীতিকথা

                       "আশা-নিরাশা, সুখ-যন্ত্রণা,
                       তর্ক-বিতর্ক, কান্না-হাসি,
        ভাল খারাপের নিরামিশ জিবনের ভবিষ্যৎ কি?"
     
      প্রশ্ন-উত্তরের মধ্য দিয়ে চলে জিবনের মানে। """"

দুর্বলতায় -- নীতিকথা

         "মানুষ মানুষের দুর্বলতায় হাত দিয়ে ,
                                                            দুর্বলতার সুযোগ নিয়ে তাঁকে ধ্বংস করে "

Wednesday, April 15, 2015

What Is outsourcing??

Outsourcing means just what it says -- going "out" to find the "source" of what you need.

Outsourcing is an arrangement in which one company provides services for another company that could also be or usually have been provided in-house. Outsourcing is a trend that is becoming more common in information technology and other industries for services that have usually been regarded as intrinsic to managing a business. In some cases, the entire information management of a company is outsourced, including planning and business analysis as well as the installation, management, and servicing of the network and workstations. Outsourcing can range from the large contract in which a company like IBM manages IT services for a company like Xerox to the practice of hiring contractors and temporary office workers on an individual basis.

Tuesday, April 14, 2015

কথা -- কবিতা নয় কথা আমার KR

০৬/০৬/২০১৪ ইন তারিখের একটি কথা,
অচেনা মায়ার স্মৃতির পাতা।

দোকানে ছিলে আমার পিছনে তুমি,
কথা বলে জোরের হাসিতে তুমি,
তৃপ্তি পেল আমার প্রান টি ।

বোবা তুমি বোকা ছিলাম আমি,
দেখিনি কখনো কথা বলতে জানি।
আমার আগ্রহ বাড়ল তোমার প্রতি,
অজানা মেয়ে তুমি তা আমি জানি।

নেই তোমার কোন পরিচয় জানা,
তোমার জন্য ভালবাসা হয়তো আড়াল...//

      ০১-১১-২০১৪ তারিখে লেখা

মনে পড়ে -- কবিতা নয় কথা আমার KR

আজও তোমায় মনে পড়ে
অনেক কল্পনায় ভেবে মরে,
আজ তুমি নেই বলে
তোমার স্মৃতি কথা বলে।


জানি আর পাব না
তোমার আদর আর ভালবাসা,
কেমন করে চলে গেলে
আমায় দূরে রেখে কোণ ঠাসা।

তুমি নেই বলে আজ
কেউ করে না আপনের কাজ,
সবাই আমাকে পর করে
তোমায় অনেক মনে পড়ে।

জানি তুমি অনেক দূরে
দেখছও কি আমায় আপন করে,
কত যন্ত্রণায় ভুগছি আমি
তুমি বেচে না থাকার কারনে।

বাবা আজও তোমায় !!!
                             অনেক বেশি মনে পড়ে
কেন তুমি এত দূরে।//

Monday, April 13, 2015

Enable or Disable Battery Saver In Windows 10

It has always been possible to change power plan settings in Windows operating system to save and extend the battery. There are dozens of software around claiming to improve the battery life but you no longer need to go for third-party battery saving software as Windows 10 ships with Battery Saver feature.
Battery Saver is one of the hundreds of new features introduced with Windows 10. As the title of the feature goes, the feature is designed to extend the battery time of devices running Windows 10 operating system.

Battery Saver Windows 10 Enable or Disable Picture01

Although Microsoft has not revealed much about this feature, it’s said that Battery Saver limits background activities to improve the battery time. As mentioned above, with default settings, Battery Saver is turned on only when the battery level goes below 20%. You might want to change this default setting to 40 or 50% to improve the battery time in Windows 10.
It’s important to note that Battery Saver is turned off while charging even if the battery level is below the specified percentage. Battery Saver is obviously not available on computers without batteries.

Get Windows 7/8 Icons In Windows 10 With This Tool

Both Windows 7 and Windows 8 come with icons that were introduced with Vista. Windows 10 ships with new set of icons. You can find new icons in system tray, Windows Explorer or File Explorer, Start, and almost every area of Windows 10.
The problem with these new icons in Windows 10 is that they are flat and don’t look as polished as icons in the previous Windows versions. Microsoft will likely introduce better looking icons in coming builds or at least in the RTM build as users who have been testing Windows 10 are sending feedback on these new set of icons. That said, many users believe that most of the icons that are present in currently available builds will be retained in the final build as well.

The good thing about Windows is that there are plenty of icon packs as well as software available to replace default icons with custom icons. But since icon packs are not that easy to uninstall, most users prefer manually changing icons or using third-party software such as CustomizerGod to replace default icons with custom ones.
We have already talked about a way to get Windows 7-style folder icons in Windows 10 without installing icon pack installer or software. In this guide, we will show how you can replace all icons in Windows 10 with Windows 7 icons.

Demian, a member at MDL Forums, has released a handy tool named Icon Changer to replace default Windows 10 icons with Windows 7/8 icons with ease. You just need to run the software with admin rights to begin replacing icons.
The software replaces almost all icons except the icons in the Save as and Open dialog boxes.

Wikipedia:About

Wikipedia is a live collaboration differing from paper-based reference sources in important ways. Unlike printed encyclopedias, Wikipedia is continually created and updated, with articles on historic events appearing within minutes, rather than months or years. Older articles tend to be more comprehensive and balanced; newer articles may contain misinformation and/or unencyclopedic content. Any article may contain undetected vandalism. Awareness of this helps the reader to obtain valid information and avoid recently added misinformation (see Wikipedia:Researching with Wikipedia).

Sunday, April 12, 2015

Windows 10 Start menu for Windows 7 and Windows 8.1

Step 1: If you haven’t installed already, please visit this page and download ViStart program. It’s a free Start menu program for Windows.
Step 2: Run the downloaded setup and carefully follow the on-screen instructions to complete the installation of ViStart without installing adware. Yes, the setup offers you install a couple of junk programs but clicking the decline button when you see the license agreement for the junk program will install ViStart without the junkware.
Step 3: Once ViStart is installed, head over to this page of DeviantArt and download Windows 10 Start menu skin for ViStart.
Step 4: Extract the contents of downloaded RAR file to the Skins folder of ViStart. You can extract the RAR file online as well.
Step 5: Right-click on the Start orb (ViStart orb) and then click Options to open ViStart Control Panel.
Step 6: Here, on the left-pane, click Style. On the right-side, under “Which start menu would you like”, please click on the install button to select the Windows 10 Start menu skin that you have placed in Step 4. That’s it!
Credit for the video and images goes to PeterRoller

Windows 10 Start Menu For Windows 8.1/7

It’s been a couple of months since Windows 10 Preview build is available to public. As expected, Microsoft has brought back the much wanted Start menu to Windows 10.
As you know, Windows 10 includes a Start menu but it’s not the same Start menu that we have seen in Windows 7.

Windows 9 Start menu for Windows 7 and Windows 8.1

The Start menu in Windows 10 is a combination of good old Start menu and beautiful Start screen of Windows 8/8.1. Those of you have seen the leaked images would know that the left-side of the Start menu in Windows 10 sports the traditional look of the old Start menu and the right-side includes app tiles that can be customized by adding or removing tiles.
If you’re on Windows 8/8.1 or Windows 7 but can’t wait for the release of Windows 10 to experience the new Start menu, then you will be happy to know that you can get the Windows 10 Start menu in Windows 7 and Windows 8/8.1 right now. All you need is the free ViStart program and Windows 10 Start menu skin for ViStart program.

PeterRollar at DeviantArt gallery has released a free Windows 10 Start screen skin for ViStart program, making it easier for Windows 7 and Windows 8 users get the look and functionality of Windows 10 Start menu in its predecessors. Check the following video to see the skin in action.

https://youtu.be/VPzjF1a-dz0
Here is how you can get Windows 10 Start menu in Windows 7 and Windows 8/8.1.

3 Free Tools To Open DMG Files On Windows PC

None of the versions of Windows operating system supports DMG format out of the box. As you likely know, DMG file is an OS X disk image file and are supported in Mac OS X operating system. One needs to take the help of third-party tools in order to open a DMG file on a PC running Windows operating system.
Those of you have spent considerable amount of time on Mac OS X would know that it’s mostly used to install apps on Mac. In other words, apps that we download to install on a Mac OS X use .DMG extension and can be mounted easily by double-clicking on the file.

Open DMG Files In Windows os


While there are a couple of handy options out there to open or extract a DMG file in Windows, we will share the best three tools to deal with DMG files in Windows environment.

Download DMG Extractor

download HFSExplorer

Download 7-Zip

How To Add Safe Mode To Boot Menu In Windows 8.1

Safe Mode is one of the important features of Windows operating system. The feature, which is present in all recent versions of Windows operating system, is often used to troubleshoot booting issues.
In Windows 7 and prior versions of Windows, accessing Safe Mode option was very straight-forward. We just had to press the F8 key after powering the computer. However, the procedure to boot Windows into Safe Mode is bit too complicated in Windows 8 and Windows 10.


Add safe mode to Windows 10 boot menu

Although there are a couple of ways to boot into the Safe Mode in Windows 8 and Windows 10, none of them are straight-forward and require you use additional third-party utilities.
For all those users who often need to access the Safe Mode in Windows 8 and Windows 10, here is a better way to boot Windows into Safe Mode.
The idea is to add Safe Mode option to the boot menu, which means you will see the boot menu with Safe Mode option for a couple of seconds. In fact, once configured correctly, the boot menu will appear every time you restart or perform cold boot.
You can configure Windows to display the boot menu with Safe Mode option for two or three seconds. When you need to boot into the Safe Mode, all you need to do is select the Safe Mode option in the boot selection menu and press Enter key.

How To Set Windows Media Player As Default In Windows 8.1

Both Windows 8 and Windows 8.1 ship with a bunch of Modern UI apps and some of them are pretty good.The Music app that ships with Windows 8 and Windows 8.1 is the default software to open audio files. While the Music app in Windows 8 is pretty good and it has been revamped in Windows 8.1, it still lacks a couple of features, and it isn’t as good as Windows Media Player or any other desktop player.




Even though Microsoft hasn’t done any major improvements to Windows Media Player since Windows Vista, it’s still one of the best media player software out there for Windows operating system.

Spiderman Teach -- Fully Fun


Tuesday, April 7, 2015

Bangladesh Vs Pakistan - Cricket Match

It all starts with the ODIs, then a solitary T20, followed by 2 Test matches! An exciting one month of Cricket awaits us all!

Fri Apr 17 (50 ovs) | 08:30 GMT | 14:30 local | 09:30 BST | 1st ODI - Bangladesh v Pakistan | Shere Bangla National Stadium, Mirpur

Sun Apr 19 (50 ova) | 08:30 GMT | 14:30 local | 09:30 BST | 2nd ODI - Bangladesh v Pakistan | Shere Bangla National Stadium, Mirpur

Wed Apr 22 (50 ova) | 08:30 GMT | 14:30 local | 09:30 BST | 3rd ODI - Bangladesh v Pakistan | Shere Bangla National Stadium, Mirpur

Fri Apr 24 (20 ovs) | 12:30 GMT | 18:30 local | 13:30 BST | Only T20I - Bangladesh v Pakistan | Shere Bangla National Stadium, Mirpur

Tue Apr 28 - Sat May 2 | 04:00 GMT | 10:00 local | 05:00 BST | 1st Test - Bangladesh v Pakistan | Sheikh Abu Naser Stadium, Khulna

Wed May 6 - Sun May 10 | 04:00 GMT | 10:00 local | 05:00 BST | 2nd Test - Bangladesh v Pakistan | Shere Bangla National Stadium, Mirpur

Update Skype for Windows Desktop


Skype for Windows desktop

  • Skype for Windows desktop
If you like to chat, work and do a lot more on your PC, then Skype for Windows desktop is the most powerful version for you.
Enjoy the fresh new look and feel of Skype for Windows. Here are just a few of the great things you can do:

  • Chat every day with free instant messages.
  • Share photos and see them inline, right in the chat.
  • See your family come together over a free group video call.
  • Switch between calling and messages--or do both at the same time.
  • Make low-cost calls and text messages to mobiles and landlines.
All you need to get started is Windows XP with SP3, Vista, 7, 8 or 8.1, a webcam for video calls and a microphone.
Still need help? Visit support




Skype for tablet
Share all your special moments on Skype, whenever you want, wherever you are – all from your tablet.
Get Skype for tablet


Skype for mobile
Get the app on your mobile and experience Skype in the palm of your hand.
Get Skype for mobile

Help secure your Microsoft account


 

Security info & security codes



Security info is an alternate email address or phone number you add to your account. If you forget your password, or if someone else is trying to take over your account, we send a security code to that alternate email or phone number. When you send the code back to us, then we know that you’re really you, and we can get you back in to your Microsoft account.

Add security info

  1. Go to the Security settings page, and sign in with your Microsoft account.
  2. Under Security info helps keep your account secure, choose Add security info.
  3. Follow the instructions to enter your email or phone number, then press Next.
  4. We’ll send a security code to the email or phone number you just gave us. Enter that security code, and press Next again. Your new security info will appear in your list.

Remove security info

  1. Go to the Security settings page, and sign in with your Microsoft account.
  2. If you’re asked to enter a security code to continue, and you can’t get that code, choose I don't have any of these or I can't verify my account from the drop-down list, then follow the instructions.
  3. If you weren’t asked for a security code, you’ll see your security info under Security info helps keep your account secure. Choose Remove for any you want to remove, and add new security info when prompted.
When you remove all your security info, there’s a 30-day wait during which we help protect sensitive parts of your account so nobody can change your security settings or use your payment options. You can use your email, Skype, OneDrive, and devices as usual, though if you’ve turned on two-step verification, you’ll need to use a trusted device or app passwords you’ve set up for your devices.
After the 30 days, you’ll be notified that the wait is over and it’s time to enter new security info.
Show all

Monday, April 6, 2015

Visit Microsoft Download Center

Get the latest updates for your PC at Microsoft Update.
Internet Explorer
Microsoft Office




  • Windows Server 2003 support ends soon.

    • Windows Server 2003 support ends soon. Plan your migration.

    • Get started


    Latest version of Internet Explorer

    Looking for Internet Explorer?

    Guess what? Your system already has the latest version installed!

    Make it your default browser
    Bing screenshot

    Get more out of Internet Explorer

    Make your web even better. Internet Explorer lets you do things other browsers just can’t do.
    • Pin your favorite sites
    • Read without interruptions
    • Put the web at your fingertips
    Internet Explorer

    Rethink what the web can be

    From gaming to entertainment, Internet Explorer is helping to create entirely new web experiences that are fast, beautiful and perfect for touch.

    Protection for your PC

    Windows Defender is built into the new Windows and helps guard your PC against viruses and other malware.

    For a PC running an older version of Windows, you can download Microsoft Security Essentials.

    Get Microsoft Security Essentials for a PC running Windows 7 or Windows Vista.

    What's included

    Microsoft Security Essentials Windows Defender
    Windows 7, Windows Vista
    Windows 8, Windows RT, Windows 8.1, Windows RT 8.1

    Real-time protection against spyware, viruses, rootkits, and other malicious software
    Check mark
    Check mark

    Online system scanning and cleaning
    Check mark
    Check mark

    Dynamic signature service
    Check mark
    Check mark

    Offline system scanning and cleaning
    Check mark
    Check mark

    Enhanced protection against rootkits and bootkits
    Check mark
    Windows Defender for Windows 8, Windows RT, Windows 8.1, and Windows RT 8.1 provides built-in protection against malware. You can't use Microsoft Security Essentials with Windows 8.1, but you don't need to—Windows Defender is already included and ready to go. But if you’re looking to protect a PC with an older version of Windows, you can use Microsoft Security Essentials to help guard against viruses, spyware, and other malicious software. It provides free* real-time protection for your home or small business PCs.
    Note: Windows Defender is also available in earlier versions of Windows. However, in earlier versions Windows Defender only provides protection against spyware. In Windows 8 and Windows 8.1, Windows Defender provides full malware protection for your PC. Malware consists of viruses, spyware, and other potentially unwanted software.


    Find Windows Update using your Start Screen

     Swipe in from the right edge of the screen, then tap Search.
         If you're using a mouse, point to the lower-right corner of the screen, then click Search.
     Enter Windows Update in the search box, tap or click Settings, and then tap or click Install optional updates.

    বিশ্বাস -- ইসলাম হাদীস

    কখনো মানুষের বিশ্বাস
    নিয়ে খেলা করো না।
    তাহলে একদিন দেখবে, নিজেকে বিশ্বাস
    করানোর মত
    এই পৃথিবীতে কাওকেই
    পাশে খুঁজে পাবে না ।

    কঠিন আর সহজ কাজ -- ইসলাম হাদীস

    দুনিয়ার সবচাইতে কঠিন কাজ
    নিজেকে সংশোধন করা আর সবচাইতে সহজ কাজ
    অন্যের সমালোচনা করা..
    --হযরত আলি (রাঃ)

    বেহেশতের চাবি নামাজ -- গল্প কাহিনী

    দয়া করে পড়বেন !!
    ১ম বন্ধু : কিরে
    দোস্ত ! টুপি মাথায়
    দিয়ে কই যাস্ ?
    ২য় বন্ধু : মসজিদে,
    কেন ?
    ১ম বন্ধু : তোরে তো
    কখনও
    নামাজ পড়তে দেখেনি,
    তা আজ হঠাৎ কি
    ব্যাপার ?
    ২য় বন্ধু : আর বলিস
    না !
    রাতে ঘুমের মধ্যে
    স্বপ্নে দেখলাম
    যে আমি মরে গেছি,
    বেহেশতের
    ফেরেশতারা এসে
    আমাকে বেহেশতের
    দরজার সামনে রেখে
    চলে গেল। দোজখের
    ফেরেশতারা এসে
    আমাকে নিয়ে
    টানাটানি শুরু
    করলো। একজন
    ফেরেশতা এসে বলল, ও
    কেয়ামত পর্যন্ত
    এখানে দাঁড়িয়ে থাকবে।
    ১ম বন্ধু : কেন ?
    ২য় বন্ধু : আরে
    ফেরেশতা বলল,
    আমি নাকি বেহেশতের
    চাবি নিতে ভুলে গেছি
    তাই।
    ১ম বন্ধু : যা বেটা
    বেহেশতের
    চাবি লাগে নাকি ?
    ২য় বন্ধু : দুর বেটা তুই
    তো কিছুই জানস না,
    বেহেশতের চাবি হচ্ছে
    নামাজ |
    (আর আল্লাহ্তা 'আলা
    কেয়ামতের
    দিন সর্বপ্রথম
    নামাজের
    হিসাব নিবেন, এক
    ওয়াক্ত নামাজ
    কাযা করলে অনেক
    বছর জাহান্নামে
    থাকতে হবে | তুই ও
    নামাজ পড়তে আয়)
    ১ম বন্ধু: ইনশাল্লাহ্,
    আমিও
    নামাজ পড়তে যাব , চল
    |২য় বন্ধু : হ্যা চল |

    বিপদ -- হাসতে নেই মানা

    স্যার বলছে: এমন
    একটা বিপদের নাম
    বল
    যা থেকে উদ্ধার
    হলেও বিপদ
    না হলেও বিপদ

    !
    !
    !
    !
    !
    !
    !
    !
    !
    !
    !
    !
    বল্টু: লুঙ্গিতে আগুন
    লাগলে
    খুললেও বিপদ
    না খুললেও বিপদ। বল্টু ১০ এ কত
    পাবে,,,,,,?

    চোখে জল আসে -- কথা

    বেকারদের মানিব্যাগ আর পিয়াজ
    একই রকম।
    দুটাই খুললে চোখে জল আসে......
    .
    .
    . প্রমানিত

    দৃষ্টিপাত -- ইসলাম হাদীস

    যে পর্যন্ত তুমি নিজের চোখকে
    হারাম বস্তুর প্রতি দৃষ্টিপাত হতে
    বিরত করতে না পারবে,
    সে পর্যন্ত পাপ হতে আত্মরক্ষা করতে
    পারবে না।
    .......ইমাম গাজ্জালি (রাঃ)

    জান্নাত তোমাকে চায় -- ইসলাম হাদীস

    “তুমি জান্নাত চেওনা বরং
    তুমি দুনিয়াতে এমন কাজ কর যেন জান্নাত
    তোমাকে চায়।” _________
    হযরত আলী
    (রাঃ)

    মাথায় কাপড় -- ইসলাম হাদীস

    √ “যে মেয়ে মাথায় কাপড়.ছাড়া চলবে,
    কিয়ামতের দিন তার একটা একটা চুল সাপ
    হয়ে তাকে কামড়াবে!”
    ______বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ)

    নম্রতা -- ইসলাম

    “যে নম্রতা হতে বঞ্চিত,
    সে কল্যাণ থেকে বঞ্চিত।”
    ____বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)

    কিভাবে প্রেমে পড়েছেন -- হাসতে নেই মানা

    কিভাবে বুঝবেন
    আপনি কারও প্রেমে
    পড়েছেন
    (১) আপনি বারবার
    ইনবক্সে গিয়ে তার মেসেজগুলো পড়বেন ।।
    (২) যখন তার সাথে
    থাকবেন, তখন খুবই
    আস্তে আস্তে
    হাঁটবেন ।।
    (৩) যখন তার কথা
    ভাববেন তখন আপনার
    হার্টবিট বেড়ে যাবে ।।
    (৪) তার কথা মনে
    পড়লে আপ্নাআপ্নি
    মুখে হাসি চলে আসবে
    ।।
    (৫) আপনি স্লো
    ট্র্যাকের গানগুলো
    বেশী বেশী করে
    শুনবেন ।।
    (৬) আপনি ভাববেন
    তার জন্য আপনি যে
    কোন কিছু করতে
    পারবেন ।।
    (৭) আর আপনি যখন
    এই পোস্টটি পড়ছেন
    তখন আপনার শুধু
    একজনের কথাই মনে
    পড়ছে ।
    .
    .
    নতুন নতুন Post-এর জন্য আমার টাইমলাইন
    ঘুরে আসুন।
    ভালো না লাগলে MB ফেরত।
    কথা দিলাম।

    ব্যয় করা -- ইসলাম হাদীস

    আল্লাহর পথে একটি সকাল কিংবা
    একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী
    এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে
    উত্তম।
    _____ সহীহ বুখারী

    নেকলেস -- হাসতে নেই মানা

    স্ত্রী :- হ্যালো!
    :
    স্বামী :- হ্যালো!
    :
    স্ত্রী :- অফিস ছুটি হইছে না?
    এত দেরি কেন? তুমি কই?
    :
    স্বামী :-তোমার কি মনে আছে
    গত ঈদে তুমি একটা নেকলেস
    পছন্দ করেছিলে।
    :
    স্ত্রী :- (খুশিতে লুতুপুতু হয়ে) হ্
    যাঁ মনে আছে।
    কেনো জানু?
    :
    স্বামী :-
    তুমি বলেছিলে ওটা কেনার জন্য
    তোমার
    অনেকশখ।
    :
    স্ত্রী :- হুম !তোমার
    মনে আছে তাহলে।
    :
    স্বামী :- মনে আছে দোকানদার
    অনেক দাম চেয়েছিল?
    :
    স্ত্রী :- হুম !
    :
    স্বামী :- এত টাকা আমার
    কাছে ছিল না।
    :
    স্ত্রী :- হুম।
    :
    স্বামী :-বলে ছিলাম
    পরে কিনে দিবো।
    :
    স্ত্রী :-হ্যাঁ।
    :
    স্বামী :- আরে ঐ যে নিচ তলার
    বড়দোকানটা।
    :
    স্ত্রী :-
    আরে বাবা মনে আছে তো। .....
    :
    স্বামী :- আমি ওই
    দোকানের
    পাশের ছোট চায়ের
    দোকানে বসে চা খাচ্ছি
    :
    স্ত্রী

    নিয়তের -- ইসলাম হাদীস

    “সকল কাজ নিয়তের উপর র্নিভরশীল।”
    —বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)

    Sunday, April 5, 2015

    Malware removal

    I have the antispyware program Spyhunter 4 on my computer. It is presenting, after scanning,   several malware, usually spy cookies which Microsoft Security Scanner do not discover. Which of the programs is most reliable??? Are Spyhunter 4 lieing to me with its discoverys of a lot of spy cookies which Microsoft Security Scanner can not find???

    1.
    SpyHunter is one of the most undesirable programs out there and no sane person would recommend using it. I would remove it completely with this tool.
    Then I suggest manual scans on occasion with these tools instead.
    Download the free versions of these tools. Check for updates first and then run a full scan with each.
    When offered, uncheck: Enable free trial of Malwarebytes Anti-Malware Premium.


    2.
    To avoid confusion & duplication of effort, please post any/all further follow-up in replies to your own, new thread => http://answers.microsoft.com/en-us/protect/forum/protect_other-protect_scanning/how-to-run-malware-program-in-optional-windows/b367c412-1dc0-441c-b11b-792f37bcee30

    আইনস্টাইন এবং মিঃ বিন -- হাসতে নেই মানা

    আইনস্টাইন এবং মিঃ বিন
    পাশাপাশি সীটে বসে আছেন
    দীর্ঘ রাস্তা পাড়ি দেয়ার পথে।
    আইনস্টাইন বললেন,
    চলো একটা গেম খেলি...
    আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো যদি তুমি উত্তর দিতে না পার
    তবে তুমি আমাকে ৫ ডলারদিতে হবে,
    আর আমি যদি না পারি তবে আমি তোমাকে ৫০০ ডলার দিব।

    আইনস্টাইন প্রথম প্রশ্ন করলেনঃ
    পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
    মিঃ বিন কোন উত্তর দিলেন না,
    তার পকেট থেকে ৫ ডলার দিয়ে দিলেন।
    এবার মিঃ বিন এর প্রশ্ন করার পালা...
    সে আইনস্টাইন কে প্রশ্ন করলঃ
    কি ৩পায়ে পাহাড়ে যায় এবং চার
    পায়ে নেমে আসে...?
    আইনস্টাইন ইন্টারনেট সার্চ দিল
    এবং তাঁর মেধাবী সব বন্ধুদের
    কাছে জানতে চাইল......
    এক ঘণ্টা পর
    তিনি মিঃ বিনকে ৫০০ ডলার দিয়ে দিলেন।
    আইনস্টাইন বিস্মিত হয়ে মিঃ বিনকে জিজ্ঞেস করলেনঃ
    এবার বল কি ৩ পায়ে পাহাড়ে যায়
    এবং চার পায়ে নেমে আসে...?
    মিঃ তার পকেটে হাত দিলেন
    এবং আইনস্টাইনকে ৫ ডলার
    দিয়ে দিলেন......!!

    চিরকুট -- হাসতে নেই মানা

    স্বামী আর স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া।
    মুখ দেখা, কথা বলা বন্ধ।
    রাতে শুতে যাওয়ার সময় স্বামীর
    মনে পড়ল পরের দিন
    ভোরবেলা ফ্লাইট ।
    এদিকে স্বামী বেচারা
    সকালে উঠতে পারে না।
    সাত-পাঁচ ভেবে সে
    একটি কাগজে লিখলঃ
    ” কাল সকাল চারটার সময়
    ডেকে দিও।”

    কাগজটা স্ত্রীর বালিশের
    কোণায় চাপা দিয়ে স্বামী
    নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল।
    পরের দিন...
    সকালে সাড়ে আটটার
    সময় স্বামীর ঘুম ভাংলো।
    সময় দেখে তার তো চক্ষু
    চড়কগাছ।
    রেগেমেগে চিৎকার
    করে স্ত্রীকে ডাকতে গিয়ে
    তার নজরে পড়ল
    বালিশের পাশে একটা চিরকুট।
    খুলে দেখল লেখা আছেঃ
    , ,
    ,
    ,

    চারটে বেজে গেছে,উঠে পড়ো।”

    আইডি -- হাসতে নেই মানা

    ●একটা মেয়ের
    আইডি থেকে রিকুয়েস্ট আসলো।
    একসেপ্ট করে ফেললাম। কয়দিন পর
    সেই আইডির একটা স্ট্যাটাস
    চোখে পড়লো। স্ট্যাটাসটা এরকম.....
    "ahunstf sowmgw mlowhqHn."
    অক্ষরগুলো ইংরেজি হলেও
    ভাষাটা আমার কাছে ঢের অপরিচিত
    লাগলো। তার ওয়ালে এরকম উদ্ভট
    ভাষায় আরো স্ট্যাটাস দেখলাম।
    তার জাতীয়তা দেখলাম বাঙালী।
    শেষে কৌতূহলবশত তাকে মেসেজ
    না দিয়ে পারলাম না।
    মেসেজের রিপ্লাইও
    এলো একি ভাষায়, HNBmjio
    kioagnnmoojnndn ji.
    মেজাজ গেল খিঁচড়ে। কল দিলাম
    মেয়ের আইডিতে থাকা নাম্বারে।
    মেয়েটির বাবা যা বলল
    তা শুনে আমার মনে হচ্ছে 'আমি কেন
    এই দুনিয়াতে পড়ে আছি, কেউ
    আমাকে উঠায়ে নাও'। ;D
    মেয়ের বাবা কি বলেছিল জানেন...?
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    ''আরে,ওটা তো আমার এক বছরের
    মেয়ের আইডি। এখুনি খুলে দিলাম।
    এখন থেকেই শিখুক।
    আইডি খুলে ওকে কিবোর্ডের
    সামনে বসিয়ে দেই, ওর
    যেটা ভালো লাগে ও সেটাই চাপে।
    তারপর আমি ওটা পোস্ট করে দেই।
    আইডিটা তো সচল রাখতে হবে তাই
    না..?''

    ╭✿╯Nil Pori ╭✿╯

    windows defender error

    i tried to turn on the virus protection and spyware prtection when it is giving me the error: 0x80073afc.
    please help me rectify it.
    windows defender is not working.

    1.
    Is there any other anti-malware software installed?

    হাবু আর গাবু -- হাসতে নেই মানা

    হাবু আর গাবু দুই ভাই গলাগলি ধরে মাঝ রাতে মদ খেতে খেতে বাড়ি ফিরলো। বাড়িতে ঢুকেই হাবুর প্রস্রাব চেপে বসলো। দোতলার জানালা দিয়েই রাস্তায় প্রস্রাব করা শুরু করলো। তখন গাবুর কথা:
    গাবু: কিরে হাবু, তুই বাড়িতে চোর ঢুকাবি নাকি! তোর পেচ্ছাব বেয়ে বেয়ে তো চোর উঠে যাবে।
    হাবু: আমি কি আর তোর মতো বলদ নাকি! দেখছিস না, কেমন ছেড়ে ছেড়ে পেচ্ছাব করছি। চোর একটু উঠবে... আবার পরে যাবে। আবার একটু উঠবে... আবার পরে যাবে।

    বল্টু পরিক্ষার -- হাসতে নেই মানা

    ---বল্টু পরিক্ষায় ফেল করলো, তো সে পাস করার
    একটা বুদ্ধি করলো।
    ---বল্টু সারের কাছে গিয়ে বললো....
    বল্টুঃ- স্যার, আপনি তো সব জানেন, তো আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাস করবো, পারবেন? আর যদি উত্তর
    না দিতে পারেন তাহলে আমাকে A গ্রেড দিতে হবে!!
    শিক্ষকঃ- তুই আমাকে চ্যালেঞ্জ করছিস, ঠিক আছে জিজ্ঞেস কর। আমি রাজি.....
    বল্টুঃ- কোনটা বৈধ, কিন্তু যুক্তিসংগত নয়? আবার
    যুক্তিসংগত কিন্তু, বৈধ নয়? এবং না যুক্তিসংগত না বৈধ???
    ---শিক্ষক পুরাই বলদ!!! উত্তর তো দূরের কথা প্রশ্নটাই
    প্রথম শুনছে। সুতরাং সে রাগে দুঃখে বল্টুকে A গ্রেড দিলো!!!!
    ---তারপর বল্টু উত্তর দিলোঃ . . . . স্যার আপনার বয়স ৫৩ আর আপনার স্ত্রীর ২৩.... এটা বৈধ কিন্তু,
    যুক্তিসংগত নয়....!!!!! আপনার স্ত্রীর ২৫ বছর বয়সী একটা বয়ফ্রেন্ড.... আছে এটা যুক্তিসংগত কিন্তু, বৈধ
    নয়....!!!! আর এখন আপনি আপনার স্ত্রীর লাভার
    (Lover) কে A গ্রেড দিলেন...... এটা না বৈধ না যুক্তিসংগত।

    বল্টুর পরিক্ষা -- হাসতে নেই মানা

    ---বল্টু পরিক্ষায় ফেল করলো, তো সে পাস করার
    একটা বুদ্ধি করলো।
    ---বল্টু সারের কাছে গিয়ে বললো....
    বল্টুঃ- স্যার, আপনি তো সব জানেন, তো আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাস করবো, পারবেন? আর যদি উত্তর
    না দিতে পারেন তাহলে আমাকে A গ্রেড দিতে হবে!!
    শিক্ষকঃ- তুই আমাকে চ্যালেঞ্জ করছিস, ঠিক আছে জিজ্ঞেস কর। আমি রাজি.....
    বল্টুঃ- কোনটা বৈধ, কিন্তু যুক্তিসংগত নয়? আবার
    যুক্তিসংগত কিন্তু, বৈধ নয়? এবং না যুক্তিসংগত না বৈধ???
    ---শিক্ষক পুরাই বলদ!!! উত্তর তো দূরের কথা প্রশ্নটাই
    প্রথম শুনছে। সুতরাং সে রাগে দুঃখে বল্টুকে A গ্রেড দিলো!!!!
    ---তারপর বল্টু উত্তর দিলোঃ . . . . স্যার আপনার বয়স ৫৩ আর আপনার স্ত্রীর ২৩.... এটা বৈধ কিন্তু,
    যুক্তিসংগত নয়....!!!!! আপনার স্ত্রীর ২৫ বছর বয়সী একটা বয়ফ্রেন্ড.... আছে এটা যুক্তিসংগত কিন্তু, বৈধ
    নয়....!!!! আর এখন আপনি আপনার স্ত্রীর লাভার
    (Lover) কে A গ্রেড দিলেন...... এটা না বৈধ না যুক্তিসংগত।

    Removing unwanted programs

    Recently I seem to have gained an unwanted program called `Zombie News`.  I have pop up ads and other verbal rants that annoy the **** out of me...   I have tried to remove from Programs but does not want to delete or uninstall.    What to do folks please??

    Ans
    1.
    Please see this free, multi-step removal guide: http://malwaretips.com/blogs/remove-zombie-news-virus/
    In case you can't do a step, move on with the next steps.
    Note: Step 5 (Hitman Pro) might not be necessary.
    Hope this helps,

    বল্টুর বাজার -- হাসতে নেই মানা

    বল্টু একদিন বাজারে গেলো।
    দোকানদার বল্টুকে ঠকানোর জন্য এক কেজি মাছের পরিবর্তে আধাকেজি মাছ দিয়ে বললোঃ " এই নাও। একটু কম দিলাম যেন তোমার বহন করতে সুবিধা হয়"
    বল্টু দোকানদারকে ১০ টাকার একটা নোট দিয়ে বললোঃ "এই নিন দশ টাকা। ১০০ টাকা গুনতে তো অনেক কষ্ট হবে তাই ১০ টাকাই রাখেন"
    দোকানদার বেহুশ। pacman emoticon

    বল্টুর বিষ -- হাসতে নেই মানা

    বল্টু একদিন রেষ্টুরেন্টে একটি পেপসির বোতল সামনে রেখে উদাস হয়ে বসেছিল.
    একটু পর তার এক বন্ধু তার কাছে এল এবং পেপসিটা খেয়ে ফেলল.
    তারপর সে বল্টুকে বলল,
    কিরে সালা, এত উদাস কেন???
    বল্টু বলল,
    আজ ভাগ্যটাই খারাপ রে দোস্ত.
    সকালে gf এর সাথে break up হল. এরপর
    রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে যাওয়াতে অফিসে যেতে দেরী হয়
    .
    আর এজন্য বস আমাকে চাকরি থেকে আউট করে দেয়
    .
    এরপর মনের দুঃখে আত্মহত্যা করার জন্য
    পেপসিতে বিষ মিশালাম
    .
    .
    .
    .
    .
    তাও আবার তুই খেয়ে ফেললি!!
    বেচারার দিনটা আসলেই খারাপ।

    Windows Defender Error code

    I downloaded a .
    dll file in a rar file but whenever i try to extract it Windows Defender deletes it,
     so I tried to turn Windows Defender of but its gives an error:
    The Class in not configured to support elevated activation Error Code: 0x80080017 every time please help, Thank You

    Ans
    What's WD action/message when you attempt to open the .rar file?

    আমার পা নীল -- হাসতে নেই মানা

    এক রোগী ডাক্তার এর
    কাছে এলো......
    ডাঃ 'বলেন কি সমস্যা আপনার...??
    রোগীঃ আমার পা নীল হয়ে গেছে।
    ডাঃ সমস্যা তো সিরিয়াস..!!
    পায়ে বিষের সংক্রমণ হইছে,
    পা কেটে ফেলতে হবে।
    এরপর আসল পা কেটে প্লাস্টিকের
    পা লাগানোর পরও দেখা গেল, সেটাও
    নীল হয়ে গেছে।
    ডাঃ "এখন আপনার রোগ
    বুঝতে পারলাম। আপনার
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    'জিন্সের প্যান্টে'র রঙ ওঠে...!!

    ভ্যালেন্টাইন পরামর্শ -- হাসতে নেই মানা

    ভ্যালেন্টাইন পরামর্শ.......
    কোন ধরনের মেয়েকে প্রোপোজ করা উচিৎ হবে না?
    ১# সুন্দরী মেয়ে : এগুলা একটাও সিংগেল না, মায়ের পেট থেকে পইড়াই রিলেশন করে।
    সুতরাং বাদ।
    ২# বুদ্ধিমতী মেয়ে: এরা একটু কঠিন ধাতের চিজ, এগুলারে বাগে আনা পসিবল না, উল্টা ঘোল খাওয়া লাগতে পারে সো এরাও বাদ।
    ৩# লুতু পুতু মেয়ে: এগুলার লুতুপুতু আবদার পুরন করতে পকেটের জোর
    লাগে। সো, পকেট বাঁচাতে এদের থেকে একশ হাত দুরে থাকুন।
    ৪# অতি বাস্তববাদী মেয়ে: এদের সাথে প্রেম করলে লাইফের রস কশ বলে কিছু
    থাকবেনা। যুক্তির সুনামিতে ড্রাই ওয়াশ
    হয়ে যাওয়া লাগবে, সো রিজেক্ট!!!
    ৫# বোকা মেয়ে: লাইফটা হেল করার জন্য এরাই যথেষ্ট।
    ৬# পড়ুয়া মেয়ে: এদের সাথে প্রেমের আলাপ করতে গেলে থিওরি পড়াইয়া ছেড়ে দেবে। মাফ চাই দোয়াও চাই।
    ৭# কিউট মেয়ে: এরা স্বভাবগতভাবেই
    কুটনামি করতে পছন্দ করে, এর কোন সঠিক কারন কেউ জানেনা।
    ৮# এডভান্স মেয়ে: এরা ফাস্ট ফুডের মত,
    লং টার্ম এ সেই প্যাড়া হবে। কথায় কথায় কিছু এক্টা ইংলিশ কইয়া গাল দিবে আর বলদের মত চেয়ে থাকা লাগবে।
    ৯# আটা ময়দা সুজি মেয়ে: এদের একেক সময় একেক রুপ। উপরে ফিটফাট ভিতরে সদরঘাট।
    ১০# টাফ মেয়ে: ইনারা কথায় কথায় চ্যালেঞ্জ ছুড়ে দেন আর সেগুলো পুরনের
    জন্য ছেলেদের প্রান যাওয়ার জোগাড়।
    ১১# ধার্মিক মেয়ে: এহ!!!!! ধার্মিক মেয়ে কি গাছে ধরে?? ধরে না তো?? তাইলে বইলাও লাভ নাই।
    ১২# ফেসবুকার মেয়ে: এদের প্রোপোস করলে এক্সেপ্ট করুক আর রিজেক্ট করুক, আপ্নার নাম ধরে অথবা নাম না ধরে দুনিয়ার পচানি দিয়া এক্টা পোস্ট দিবে, এবং তার মত মেয়ে যে এইসব রিলেশনসশিপকে পাত্তা দেয়না আর সে যে আপ্নার সাথে রিলেশনশিপের বহু লেভেল উপর দিয়ে চলে তা তার ওয়ালেই জাহির করে দিবে। মাঝখান দিয়ে ইজ্জত যাবে আপ্নার। ভাগো ভাই ভাগো!!!!!
    ১৩# ফটো সুন্দরী: ডিএসএলআর ছাড়া এদের কাছে ভেড়াও পাপ, আর ডিএসেলার থাকলে এদের কাছে নেহায়েত
    'ভেড়াও' "ওয়াও!!" জাস্ট ওয়াও!!!
    (যেহেতু এই পেজের 99.99% পোস্টই সংগৃহীত তাই নতুন করে সংগৃহীত কথাটা লিখলাম না।)

    windows defender

    windows  defender not working on full scan quick scan & every  thing OK

    Ans
    1.
    Please answer ALL of the following questions in a correspondingly-numbered list:
    1. Had the preinstalled Norton free-trial period already expired by the time you removed it?
    2. Did you (a) uninstall the Norton application AND THEN (b) download/run the Norton Removal Tool & reboot (c) BEFORE you attempted to enable Windows Defender and the Windows Firewall?
    3. Is KB3032359, KB3030377, KB3032323, KB3035131, KB3034344, KB3035126, KB3035132, KB3039066, KB3033889, KB3046049, and/or KB3025417 listed in Installed Updates (not Update History)? [1]
    4. What Update Version & KB number are displayed in the second line of text in IE11's Help | About [Alt+H+A] tab; e.g., Update Version: 11.0.54 (KB1231231) ?
    6. Is Google Chrome or any other alternate browser installed other than Opera & Firefox?
    7. Is Adobe Flash Player v17.0.0.134 for Internet Explorer installed? TEST HERE USING INTERNET EXPLORER ONLY! => http://www.adobe.com/software/flash/about/
    8. Do you have backups of ALL the changes that Free PC Cleaner has EVER made to the computer? [2]
    ===========================================================
    [1] Control Panel | Programs and Features | View installed updates (in left-hand menu)
    [2] Injudicious use of registry cleaners may be playing a role here, too. TIP: If you ever again think your Registry needs to be cleaned, repaired, boosted, tuned-up, cured, tweaked, fixed, maximized, "swept" or optimised (it doesn't), read this article (and related links cited therein) then draw your own conclusions. Also related => http://support.microsoft.com/kb/2563254

    অদ্ভুত প্রশ্ন -- হাসতে নেই মানা

    অদ্ভুত প্রশ্ন, বিদঘুটে জবাব... tongue emoticon
    ১. মাঝরাতে ফোন করে ঘুম ভাঙ্গিয়েঃ "দোস্ত ঘুমাইছিলি??"
    # উত্তরঃ "না না,আমি আফ্রিকার বানর প্রজাতির বিবাহ বন্ধন প্রক্রিয়া নিয়ে ভাবতেছিলাম!!"
    ২.সিনেমা হলে দেখা হলেঃ "আরে দোস্ত এখানে কি করিস??"
    # উত্তরঃ "আমি সিনেমা হলে পপকর্ণ বেচার কাজ নিছি!! পপকর্ণ কিনবি একটা, প্লিজ??"
    ৩. বাসে (পা মাড়িয়ে) দিয়েঃ "সরি ভাই!! ব্যাথা পান নাই তো??"
    # উত্তরঃ "না ভাই,ব্যথা পাব কেন??" আমার পায়ে লোহা বাধা আছে!! আর একবার পাড়া দেন প্লীজ!!"
    ৪. TNT ফোনে কল করার পরঃ "দোস্ত,তুই কোথায়??"
    # উত্তরঃ "আমি মার্কেটে দোস্ত!! TNT ফোনটা আমার গলায় ঝুলিয়ে রাখছি!!"
    ৫. চুল ছোট দেখলেঃ "কিরে চুলকাটিয়েছিস নাকি??"
    # উত্তরঃ "না না চুল কাটাই নাই!! এখন
    শীতকাল তো, গাছের পাতা ঝরার সাথে সাথে আমার চুল নিজে নিজে ছোট হয়ে গেছে!!"
    আরও কিছু আছে নাকি......!

    Trying to use Windows Defender Offline after malware/adware virus infection

    A couple weeks ago, my laptop was infected with a malware/adware virus. My virus program detected it & (supposedly) cleansed it. A week later the same symptoms from the malware appeared so I ran another scan and the same virus was detected & quarantined.  The symptoms continued. I ran another quick scan - no virus detected. i ran a complete scan - no virus detected. Still, the symptoms remain! I ran to Microsoft Security Scanner - no virus detected! I then downloaded Windows Defender Offline on a different clean laptop & burned an iso file onto a CD-R. After many hours of research & w/some help from my computer guru, I was abled to boot my laptop from this CD-R only to get the dreaded:
     This app can't be started.
    Error: Unable to detect a Windows system drive. This could be due to missing drivers, an encrypted drive, or a corrupted Windows installation.
    Error Code:0x8004cc01
    I do not want to reload Windows, my laptop is kept up to date & it's for personal use, so I doubt the hard drive is encrypted. Here are the specicics
    Dell Inspiron 7720 (17R Special Edition)
    Intel  Core i7-3630QM CPU @2.4 Ghz
    64-bit opsys/64-based processor
    Windows 8.1
    The virus is Win 32 - CouponRuc & it makes browsing the internet impossible due to constant pop-ups.
    What is this error message & how do I get rid of this thing?!?!

    Ans
    Attack it with these. You might not need HitmanPro.
    Remove Adware & PUPs with these tools. Check for updates first and then scan with each one at a time until your machine is clean.
    Malwarebytes (Get the free version)
    https://www.malwarebytes.org/free/

    When offered, uncheck: Enable free trial of Malwarebytes Anti-Malware Premium.
    HitmanPro (30 day free trial)
    http://www.surfright.nl/en/hitmanpro

    Some reading: